মোঃ জাকির হোসাইন,বামনা থেকে : বরগুনার বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং বেতাগী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও বরগুনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী বিমান চন্দ্র গুহ’র সেজো ভাই, ধীমান চন্দ্র গুহ (৫৩) গত মঙ্গলবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজগৃহে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক শিশু ছেলেসহ অসংখ্য আত্মীয়—স্বজন রেখে যান। বুধবার শেষ রাতে তার মরদেহ নিজবাড়ির পারিবারিক শশ্মানঘাটে সনাতন ধর্মের নিয়মানুসারে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে কলেজের সহকর্মীবৃন্দ ও শিক্ষক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ জানান।
Leave a Reply