বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌরসভার বেতাগী পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম এর মৃত্যুতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
পৌরসভার আয়োজনে আজ বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি আব্দুর রাজ্জাক খান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাবেক প্যানেল মেয়র হাদিছুর রহমান পান্না, প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সাবেক বেতাগী সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম’র জ্যেষ্ঠ ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু, পৌরসভার প্রধান সহকারী মো. তুহিন সিকদার।
সভা সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দন। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. বশির উদ্দিন বিশ্বাস। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply