ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় হাত-পা বেঁধে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফজলুল হক তালুকদার (৬০) নামে এক বৃদ্ধকে ২৭ মে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফজলুল হক উপজেলার হোগলপাতি গ্রামের মৃত নূর হোসেন তালুকদারের ছেলে।
এ ঘটনায় স্কুল ছাত্রীর নানী মনোয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে ফজলুল হককে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী (১১) ২৫ মে বুধবার বিকেলে ছোট বোনকে সাথে নিয়ে বাড়ির সামনে রাস্তায় খেলতে যায়। এসময় ফজলুল হক তালুকদার ওই স্কুলছাত্রী ও তার ছোট বোনকে সুকৌশলে বসত ঘরে ডেকে মোবাইলে ছবি দেখতে বলে। কিছু পরে ওই স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পিছনে গেলে ফজলু তালুকদার এক পর্যায়ে তার হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই ছাত্রীর ছোট বোন বিষয়টি দেখে চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়।
অভিযুক্ত ফজলুল হক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে পূর্ব বিরোধের জের ধরে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এঘটনায় অভিযুক্ত ফজলুল হককে গ্রেপ্তার করে ২৮ মে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply