জহির রায়হান : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে সন্ত্রাস ও মাদকমুক্ত, সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র/ছাত্রীদের সাথে বরগুনা সরকারি কলেজ অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা—১ আসনের মাননীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুস সালাম, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম বরগুনা’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা।
অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, জনসাধারণ যদি কোন চোরাকারবারি, ডাকাতি, ছিনতাইকারী, মাদক কারবারি, জঙ্গিবাদ, সন্ত্রাস ধরতে পারেন তাহলে আপনারা নিজ হাতে আইন তুলে না নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের খবর দেবেন। আমরা ধরে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
Leave a Reply