মোঃ জাকির হোসাইন, বামনা থেকে : বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসানুল কবিরের হাতের কব্জি কেটে ফেলার হুমকি দিয়েছে একই এলাকার জিয়াউল হাসান নামের এক মহুরী।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বামনা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। গতকাল বুধবার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা জিয়াউল হাসান ও তার সহযোগিদের বিচারের দাবীতে উত্তর কাকচিড়া বিদ্যালয় প্রঙ্গনে মানববন্ধন করে।
জানাযায় বিদ্যালয়ের ম্যনেজিং কমিটি গঠন নিয়ে জটিলতা থাকায় বরিশাল শিক্ষাবোর্ড ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এডহক কমিটি গঠনের নির্দেশ দেন। এ ঘটনাকে কেন্দ্র গত মঙ্গলবার বিদ্যালয়ের অফিস চলাকালীন সময়ে মহুরী জিয়াউল হাসান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হাতের কব্জি কেটে ফেলার হুমকি দেন। এ ব্যাপারে জিয়াউল হাসানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি তার মোবাইল রিসিভ করেন নি।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসানুল কবির একটি সাধারন ডায়রী করেছে এবং প্রাথমিক তদন্তে ঘটনা সত্যতা পাওয়া গেছে।
Leave a Reply