জুলহাস আহমেদঃ রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের বরগুনা জেলা শাখার ইফতার মাহফিল, শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল, ২০ রমজান) বরগুনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানে আয়োজন করেন প্রবীণ হিতৈষী সংঘের বরগুনা জেলার নেতৃবৃন্দ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গির মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাবেক পৌর মেয়র শাহাদাত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ আয়োজনের সহযোগীতা করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মশিউর রহমান শিহাব।
উপস্থিত বক্তৃতায় প্রধান অতিথি বলেন, এটি একটি মহান উদ্যোগ। প্রবীনদের নিয়ে এমন ভাবনার প্রশংসা করছি, অনেক প্রবীণ একত্রিত হয়েছে এদের সাথে ইফতার করতে পেরে নিজেকে ধন্য মনে হল।
Leave a Reply