স্টাফ রিপোর্টার : গত ১৭ মার্চ ২০২২ বরগুনা সদরঘাট জামে মসজিদ মিলনায়তনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশ বরগুনা জেলা কার্যালয়ের উদ্যোগে র্যালি, পবিত্র কোরআন খতম ও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, জেলা প্রশাসক, বরগুনা।
অনুষ্ঠানে আলোচনা করেন, বরগুনা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশ বরগুনা জেলা কার্যালয়ের উপ পরিচালক, এম মাকসুদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বরগুনা জেলা কার্যালয়ের হিসাব রক্ষক মোঃ হারুন অর রশিদ।
Leave a Reply