স্টাফ রিপোর্টার : বরগুনায় ইয়াবা বিক্রির অপরাধে আলানুর চিশতী (৪৫) নামে এক মিষ্টি দোকানির এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আলানুর চিশতী বরগুনা সদরের কলেজ রোড এলাকার দেলোয়ার হোসেন চিশতীর ছেলে এবং বরগুনার কলেজ রোডের মিষ্টি ঘর অ্যান্ড কনফেকশনারির মালিক ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিষ্টি ঘর অ্যান্ড কনফেকশনারিতে মাদক কেনাবেচা হচ্ছে বলে খবর পায় বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর সেখানে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় আলানুর চিশতীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা গ্রহণের সরঞ্জাম, পাঁচ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ হাজার টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী আক্কাস জাগো নিউজকে বলেন, আলানুর দীর্ঘদিন ধরে কনফেকশনারি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিল। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে। আজ আমরা তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হই।
Leave a Reply