মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড হয়েছে। পরে বর ও কণের পরিবারের কাছ থেকে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মো. পারভেজ ইলিয়াসের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান মিম (১৩) এর সাথে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জের ওমরপুর এলাকার মো. আবদুল খালেক হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন লিমনের সাথে বিয়ের আয়োজন করা হয়।গত বৃহস্পতিবার দুপুরে কনের বাড়ীতে সাজানো হয় বিয়ের গেট। প্রস্তুত করা হয় মেহমানদের জন্য খাবার। দুপুরে বর পক্ষের অর্ধশতাধিক মেহমান কনের বাড়িতে উপস্থিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বশির আহম্মেদ বিষয়টি অবগত হয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার ও থানা পুলিশ বিয়ে বাড়িতে পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। পরে পুলিশের সহযোগীতায় কনে বাড়ির বিয়ের গেট ভেঙ্গে দেয়া হয়। এসময় কনের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মর্মে উভয় পক্ষের মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বশির আহম্মেদ বলেন, গোপনীয়তা রক্ষা করে ওই স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে। উভয় পক্ষের অভিভাবকের কাছ থেকে বর ও কনের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা রাখা হয়। বাল্যবিয়ে বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply