এম.এস রিয়াদ : শেখ রাসেলের স্মৃতি সংরক্ষণে শেখ রাসেল সংগঠনগুলোকে আরো বেগবান হওয়ার আহ্বান জানান। সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সচেতন থাকতে হবে।
বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শকে রক্ষা করতে সব সময় সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি বরগুনা—১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। কোরআন অবমাননা ও হিন্দুদের ওপর অমানবিক নির্যাতনের বিচার চেয়েছেন সাংসদ সদস্য। সেইসাথে দেশে আর যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেন তিনি।
সোমবার সন্ধ্যায় বরগুনা জেলা আওয়ামী লীগের আয়োজনে স্মৃতিময় ১৮ ই অক্টোবর : শেখ রাসেল দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
আলোচনা সভায় শেখ রাসেলের জীবন ইতিহাস তুলে ধরে বক্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, পৌর মেয়র এডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, রইসুল আলম রিপন সহ জেলা আওয়ামীলী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন— জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন। দোয়া অনুষ্ঠানে শেখ রাসেল ও অন্যান্য শহীদদের আত্মার শান্তি কামনা করেন উপস্থিত সকলে। সর্বশেষে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply