স্টাফ রিপোর্টার : গতকাল শেখ রাসেল দিবস উপলক্ষে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তাদের নিজস্ব কার্যালয়ে পথ শিশুদের মাঝে খাদ্য বিতরন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় খাদ্য বিতরন ও বিকেল ৪টায় দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন (রাসেল), দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিসুর রহমান. রিকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা মোঃ জাবেরুল হক, বরগুনা জোনাল ম্যানেজার মোঃ মাসুদুর রহমান ও বরগুনা সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও আত্মীয় স্বজনদের শাহাদাতের কথা শ্রদ্ধার সাথে স্মরন করে বলেন ‘সেই ভয়াবহ রাতে ঘাতকরা শিশু রাসেলকেও নিষ্ঠুর ভাবে হত্যা করে।’ দোয়ানুষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ রাসেলসহ ১৫ আগষ্টের ভয়াবহ রাতে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply