পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর রাজিয়া সুলতানা (১৮) নামে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রাজিয়া সুলতানা বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া এলাকার ফজলুল হকের মেয়ে এবং রফিকুল ইসলাম বরগুনার চালিতাতলির বাসুগি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, রাজিয়া সুলতানার চাচাতো ভাই রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি জানাজানি হলে দেড়মাস আগে রাজিয়াকে পাথরঘাটায় তার খালার বাসায় রাখা হয়। বুধবার বিকেলে মোবাইল ফোনে রফিকুলের সঙ্গে রাজিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় রফিকুল রাজিয়াকে অশ্লীল ভাষায় গালাগালি করে। এ কারণে অভিমান রাজিয়া তিনি আত্মহত্যা করতে পারে বলে জানিয়েছেন তার স্বজনরা।
রাজিয়া সুলতানার খালা লাবনী আক্তার বলেন, বৃহস্পতিবার সকালে রাজিয়া সুলতানার কাছে ছোট ছেলেকে রেখে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাই। পরে স্কুল থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখতে পাই। স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজিয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply