স্টাফ রিপোর্টার : ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। সারাদেশের ন্যায় বরগুনায়ও শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫২ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা, র্যালি, শ্রমিক সমাবেশ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আবদুল হালিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির অনুপস্থিতে সমাবেশের উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব মৃধা। পরে বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব মৃধা, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরগুনা প্যানেল মেয়র—১ রইসুল আলম রিপন সহ জেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ, বরগুনা জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ আবদুল হালিম মোল্লা, বরগুনা সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম পলাশ, আইন বিষয়ক সম্পাদক অলিউল ইসলাম কিরণ, দপ্তর সম্পাদক জহির রায়হান, পৌর শ্রমিক নেতা এ্যাড. মির্জা হুমায়ুন কবির বাচ্চু সহ সংগঠনের নেতৃবৃন্দ।
যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম বশির ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মাস্টার।
বরগুনা জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ আবদুল হালিম মোল্লা বলেন, জাতীয় শ্রমিক লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। এই সংগঠনকে সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করাই আমাদের মূল লক্ষ। বরগুনা জেলায় কেউ শ্রমিক লীগের পরিচয় দিয়ে চাদাবাজী করলে সাথে সাথে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইলো এবং জাতীয় শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দদের শুভ কামনা রইলো।
জাতীয় শ্রমিক লীগ বরগুনা সদর উপজেলার সভাপতি মোঃ শহিদুল ইসলাম পলাশ বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরে সংগঠনের সকল নেতাকমীর্দের আন্তরিক ধন্যবাদ। তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা—১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র শম্ভু শারীরিক অসুস্থতার কারনে উপস্থিত থাকতে পারেন নি।
Leave a Reply