স্টাফ রিপোর্টার : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টানটান উত্তেজনার মধ্য দিয়ে বহুল আলোচিত বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মসজিদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর পরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত ৩ বছর পূর্বের অনুষ্ঠিত নির্বাচনে অনাকাঙ্খিত ঘটনা সমূহকে সামনে রেখে প্রশাসনিকভাবে ব্যাপক কঠোরতা ও নিরাপত্তার মধ্যে দিয়ে আজ এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেন মসজিদের মুসুল্লীরা আশাবাদ ব্যক্ত করছেন। প্রশাসনও কঠোর অবস্থানে আছেন বলে প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন তার বক্তব্যে তুলে ধরেছেন। গত ৫ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন সংক্রান্ত বক্তব্য রাখেন, রিটার্নিং অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান। সভায় প্রার্থীদের পক্ষ থেকেও বিভিন্ন মতামত ব্যক্ত করা হয়।
বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের গঠনতন্ত্র মোতাবেক ৭টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই মনোনয়ন পত্র বাছাই পর্বে দুটি পদে দুটি মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদন্দীতায় মোঃ আবুল হোসেন, অর্থ সম্পাদক এবং মোঃ হারুন অর—রশিদ রিংকু দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বাকি ৫টি পদে যারা প্রতিদন্দীতা করতে যাচ্ছেন তারা হলেন, সহ সভাপতি পদে মোঃ আলম হোসেন পহলান (দেয়ালঘড়ি), মোঃ শহিদুল ইসলাম (বাই সাইকেল) ও আলহাজ¦ ইউনুস খান (জগ)। এদের মধ্যে থেকে ২জন নির্বাচিত হবেন। সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম মোস্তফা কিসলু (ছাতা) ও মোঃ হুমায়ুন কবির (চেয়ার)। এদের মধ্যে ১জন নির্বাচিত হবেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর কবির চৌধুরী (দোয়াত কলম) ও মীর শওকাত হোসেন (হেরিকেন)। এদের মধ্যে একজন নির্বাচিত হবেন। সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আতাউর রহমান বাবুল (পানির বোতল) ও ডাঃ মোঃ আবুল কালাম আজাদ (গোলাপ ফুল)। এদের মধ্যে একজন নির্বাচিত হবেন। সদস্য পদে মোঃ আবু সাইদ (চশমা), মোঃ নিজামুল হক সাগর (কলস), মোঃ হাফিজুর রহমান (মাইক), আলহাজ¦ সাব্বির আহম্মেদ ফেরদৌস (ডাব), কে.এম মঞ্জুর মোর্শেদ কাইয়ুম (রিক্সা), শেখ মোঃ জহির উদ্দিন জাহাঙ্গীর (পাঞ্জাবী), মোঃ ইকবাল হোসেন (চাঁদ), মোঃ মনিরুজ্জামান তসলিম (মোমবাতি), হোসেন ইউসুফ (কাপ পিরিচ), মোঃ আবুল কালাম আজাদ (মটরসাইকেল), আনোয়ারুজ্জামান জসিম (আম) ও মোঃ হারুন অর—রশিদ (মোবাইল ফোন মার্কা)। এদের মধ্যে ৮ জন সদস্য নির্বাচিত হবেন।
আজ সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতীহীনভাবে বেলা ১টায় শেষ হবে। প্রত্যেক ভোটারকে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। আজকের ভোটে মসজিদরে সাধারণ পরিষদের ২৮০ জন ভোটোর তাদের ভোটাধীকার প্রয়োগ করার কথা রয়েছে।
Leave a Reply