আমতলী প্রতিনিধি : আমতলীতে আব্দুর রশিদ হাওলাদার নামে এক বৃদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধর্ষন মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে শনিবার সকালে মহিষকাটা নামক স্থানে মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রায়বালা ও মহিষকাটা এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সভাপত্বি করেন সাবেক ইউপি সদস্য গয়জদ্দিন মৃধা। মানববন্ধন কর্মকসূচীতে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাকির হোসেন, ইউপি সদস্য মাসুম মৃধা, ইউপি সদস্য নিজাম মাতুব্বর ও হাসান প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে শতাধিক গ্রামবাসী অংশগ্রহন করে।
বক্তারা বলেন, আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের, ২নং ওয়ার্ডের রায়বালা গ্রামের রশিদ হাওলাদারের পানের বরজ ও কলাবাগান থেকে পান ও কলা চুরির অপবাদ থেকে বাঁচতে, ধর্ষিতার পরিবারটি ৭ বছরের শিশুকে দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ৭০ বছরের বৃদ্ধ রশিদ হাওলাদারের নামে মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করায়। ষড়যন্ত্র মূলক এ মামলা প্রত্যাহার এবং রশিদ হাওলাদারের মুক্তির দাবি করেন তারা। বক্তারা আরো বলেন, তথা কথিত ধর্ষিতা মেয়েটির পরিবার এলাকায় চোর এবং মামলা বাজ পরিবার হিসেবে চিহ্নিত।
রদিশ হাওলাদারের ছেলে, রফিক হাওলাদার বলেন, আমার বাবার বয়স ৭০ বছরের উপরে। লাঠি ছাড়া সে হাটা চলা করতে পারে না। পা ভাজ করে বাথ রুমে বসতে পারে না, সে কি ভাবে ৭ বছরের একটি মেয়েকে ধর্ষন করে। এটি সাজানো এবং ষড়যন্ত্রমূলক একটি মামলা। আমরা এ মামলা প্রত্যাহর চাই।
তিনি আরো বলেন, মেয়েটির পরিবার এলাকায় চোর হিসেবে চিহ্নিত। ঘটনার দিন আমাদের বরজের পান চুরি করে নিয়ে যায়। এজন্য ওই পরিবারকে ধমকানো হলে চুড়ির ঘটনা আড়াল করতে আমার বয়স্ক বাবার বিরুদ্ধে এ মামলা দেওয়া হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, ধর্ষন মামলাটি তদন্তাধিন আছে। আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। যদি সে অপরাধী হয় তাকে শাস্তি ভোগ করতে হবে। অপরাধী না হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।
Leave a Reply