স্টাফ রিপোর্টার : গতকাল ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, ট্যাংকলরী মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ২৭ ও ২৮ সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত ধর্মঘট কেন্দ্রীয় সমন্বয় পরিষদ সাময়িকভাবে স্থগিত করা করেন জানান বরগুনা জেলার সভপতি মোঃ শাহাদাত হোসেন।
উক্ত সমন্বয় পরিষদ ১০ দফা দাবী আদায় করার লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর সােমবার ও মঙ্গলবার পণ্য পরিবহন কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়া থাকলেও কতৃপক্ষের আস্বাসে ২৬ তারিখ মধ্য রাতে সাময়িকভাবে স্থগিত করা করেন।
এবিষয় বরগুনা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পলাশ বলেন, প্রতিজেলায় একটি নির্ধারিত স্থানে ট্রাকস্ট্যান্ড স্থাপন, কাগজপত্র চেকের নামে অহেতুক পুলিশি হয়রানী,চাঁদাবাজি ও মাসিক মাসোয়ারা বন্ধের দাবী সহ ১০ দফা দাবী পূর্ন কার্যকরের জোড় দাবী জানান।
Leave a Reply