স্টাফ রিপোর্টার : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫ এর ১৫ আগস্টে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বরগুনা সদর উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে এক শোক সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩১ আগস্ট) বিকালে বরগুনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, বরগুনা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা পৌর কাউন্সিলর (সংরক্ষিত) হোসনেয়ারা চম্পা।
বক্তব্য রাখেন বরগুনা জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম লিটন। বরগুনা সদর উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. শাহাজালাল মৃধা, বরগুনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি আনিসুজ্জামান তুহিন, বরগুনা সদর উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি ইফতেখার মোর্শেদ রিমন, বরগুনা সদর উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক জহির রায়হান সহ যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা শাখার আহবায়ক মোঃ আবদুল হালিম মোল্লা। বিশেষ বক্তা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব রাসেদ আহম্মেদ বশির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরগুনা সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মাস্টার।
Leave a Reply