বরিশাল প্রতিনিধি : সদর উপজেলা নির্বাহী অফিসার, সিটি কর্পোরেশন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গত ১৮ আগষ্ট রাতে ঘটে যাওয়া পুরো ঘটনায় অবশেষে সমঝোতা হয়েছে। রবিবার দিবাগত রাতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সমঝোতা বৈঠক বসে। এসময় বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এর আগে রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। রবিবার সচিবালয়ে নিজ কক্ষে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বরিশালের ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। এটা এখন নিরসনের পথে। উভয়পক্ষ নিজেদের অবস্থান থেকে নিরসনের চেষ্টা করছে। মন্ত্রী আরও বলেন, বর্জ্য অপসারণের বিষয়ে অভিযোগের পরও তারা কিন্তু কাজ করেছে। বরিশালের মেয়রতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বাভাবিকভাবেই তিনি একজন দায়িত্বশীল মানুষ। তারা বুঝেছে এটা নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। এটা কারও জন্যই শুভকর নয়।
উল্লেখ্য, পোস্টার ও ব্যানার অপসারণকে কেন্দ্র করে গত ১৮ আগষ্ট দিবাগত রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন, সিটি কর্পোরেশন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষ গুলিবিদ্ধসহ আহত হয়।
Leave a Reply