স্টাফ রিপোর্টার : বরগুনায় বিভিন্ন খেয়াঘাটে যাত্রীদের কাছ অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে যাত্রী ও পথচারীকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান। গতকাল রবিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বড়ইতলা এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নির্দেশে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বড়ইতলা খেয়াঘাটে যাত্রীসাধারণের নিকট থেকে খেয়া পারাপারে নির্ধারিত ভাড়াঁর অতিরিক্ত অর্থ আদায়ের অপরাধে একটি মামলায় ১০,০০০ টাকা অর্থদ- আরোপ করা হয়।
এছাড়াও খেয়াঘাটের ইজারাদার এবং তাঁদের প্রতিনিধিগণকে সতর্ক করা হয় পাশাপাশি জনগণকে জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশাবলী, স্বাস্থ্যবিধি এবং কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে বলা হয়।
Leave a Reply