এম.এস রিয়াদ: সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হলে তাদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। পুলিশ কর্তৃক কোনভাবেই যেন সাধারণ মানুষ কষ্ট না পায়। সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রহরী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে পুলিশ। পুলিশের প্রতি সাধারণ মানুষের যে নেতিবাচক চিন্তা চেতনা রয়েছে, তা ইতিবাচক করতে হলে বিশ্বাস অর্জন করা শ্রেয়। তাই আস্থা অর্জন করলেই পুলিশের উপর ভরসা করবে দেশের প্রতিটি মানুষ। বরগুনা জেলা পুলিশের বিভিন্ন দাপ্তরিক স্থাপনার শুভ উদ্বোধন শেষে বিশেষ এক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিকের বরগুনায় অল্প সময়ের মধ্যে নানা ধরনের উন্নয়নমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন ডিআইজি। পুলিশ সুপারের সভাপতিত্বে সোমবার পুলিশ লাইন্সের ড্রিল সেটে অনুষ্ঠিত এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বরগুনা জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্য গন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Leave a Reply