কলাপাড়া প্রতিনিধি : কুয়াকাটার আলীপুর বাজার লন্ডী ব্যবসায়ী দীর্ঘ দুই বছর ধরে পাওনা টাকা না দেয়ার অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছে সুনীল চন্দ্রদাস (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত নয়টায় আলীপুরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃতু হয়। শনিবার সকাল নয়টা থেকে লাশ নিয়ে স্বজনরা দেনাদার ইউসুফ মুসুল্লির ঘরের সামনে অবস্থান করে। এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।
নিহত সুনীল চন্দ্র দাসের স্ত্রী মাধুরী দাস জানান, প্রায় দুই বছর আগে আলীপুর বাজারে ভিটি দেয়ার কথা বলে আমার স্বামী কাছ থেকে আট লাখ টাকা নেয় স্থানীয় ইউসুফ মুসুল্লী। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেয়ার বেশ কয়েকটি ওয়াদা দেয়।
এ নিয়ে এলাকার গন্যমান্যব্যক্তিদেরা সালিশ করলেও টাকা দেয়নি। এ বিষয়ে ইউসুফ মুসুল্লীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনি নিজে উপস্থিত হয়ে সুষ্ঠ সমাধানের চেষ্টা করছেন।
Leave a Reply