জহির রায়হান : গতকাল বরগুনা শহরের বেশ কয়েকটি বাড়িতে করোনা রোগী শনাক্ত হয়েছে। পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর মল্লিকের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী জনসাধারণকে শতর্ক করার জন্য ওই সব বাড়ির এলাকায় লাল পতাকা উড়িয়েছেন।
এসময় জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর মল্লিক বলেন, “সারাদেশ আজ মহামারী করোনায় আক্রান্ত। বরগুনাও এ থেকে রেহাই পায়নি। বরগুনা বিভিন্ন এলাকায় দিনদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আজ (১২ জুলাই) বরগুনা জেনারেল হাসপাতালে ৩জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বরগুনা শহরের বিভিন্ন বাড়িতে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। আমরা বেশ কয়েকটি এলাকায় সীমানা নিধারণ করে লাল পতাকা টানিয়েছি। আপনারা এসব এলাকা এড়িয়ে চলবেন। প্রয়োজন ব্যাতিরেকে কেউ ঘড়ের বাহিরে যাবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে বাঁচুন, দেশ এবং জাতিকে নিরাপদ রাখুন।”
Leave a Reply