স্টাফ রিপোর্টার : গতকাল বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩জন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে অ-ইন্না ইলাইহে রাজিউন)। মৃতরা হলেন, আঃ খালেক (৭০) দক্ষিণ করুনা বেতাগী, লুৎফা বেগম (৫০), আমতলী পৌরসভা ও নুরুন্নাহার বেগম (৭৫), পুরাকাটা বরগুনা সদর।
বরগুনা সিভিল সার্জন অফিস তথ্যসুত্রে বরগুনা জেলায় গত ২৪ ঘন্টায় বরগুনা সদর- ৩৯, আমতলী-৬, পাথরঘাটা-৩, বেতাগী-৫, বামনা- ১০ জন ও তালতলীতে ৩ জন সহ মোট ৬৬ জন করোনা পজেটিভ হয়েছেন। বরগুনায় সনাক্তের হার ৪৪%।
Leave a Reply