ইসমাইল হোসেন হাওলাদার মঠবাড়িয়া থেকে : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক বেচাকেনার সময় গোলাম রাব্বি (২১) ও হেলাল (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত রাব্বি উপজেলার কালিকাবাড়ি গ্রামে জাহিদুল ইসলামের ছেলে ও হেলাল একই গ্রামের সেলিম বেপারীর ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই বশির আহমেদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিকাবাড়ি বটতলা এলাকা থেকে মাদক বেচাকেনার সময় তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে শনিবার দুপুরে আদলতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply