স্বপন কুমার ঢালী, বেতাগী প্রতিনিধি : বরগুনার বেতাগীতে গতকাল শুক্রবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দ্বীনেশ চন্দ্র কর্মকার (৭০) গত ৭ জুলাই জ্বর, সর্দি ও কাশি নিয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা এন্টিজেন্ট টেস্ট করেন। বৃহস্পতিবার তাঁর পজেটিভ ফলাফল এসেছে। শুক্রবার বিকেলে শ্বাসকষ্ট বেশি হলে তাঁকে উন্নতি চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) নিয়ে রওনা হলে পথে মারা যায়।
Leave a Reply