স্টাফ রিপোর্টার : বরগুনা সদর উপজেলার ধুপতী (সুজা উদ্দিন খেয়াঘাট) এলাকায় মোঃ দুলাল খান (৫০) এর বাড়ির রাস্তার পাশে পরিকল্পিত একটি পুকুর খনন করা হয়েছে। এতে রাস্তা ভেঙ্গে জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর ভূক্তভোগী এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম এর কাছে এ রাস্তার মেরামতের দাবী জানান। কিন্তু দুলাল খান ওই রাস্তার পাশে নিজের জমি দাবী করে একটি পুকুর খনন করেন। রাস্তা ভাঙ্গনে প্রায় ৩০ টি পরিবারের চলাচলে দুর্ভোগ হচ্ছে। এ বিষয় দুলাল খানের সাথে কথা বলতে গেলে তিনি উচ্চবাচ্য কথা বলে সবাইকে গালাগাল ও হেনস্তা করে। এর আগেও এলাকাবাসীর অভিযোগে সাংবাদিকরা সরেজমিনে তথ্য আনতে গেলে তাদেরকেও গালাগাল ও হেনস্তা করে দুলাল ও দুলালের পরিবার।
৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ কুদ্দুস মীর বলেন, এই রাস্তায় কোন জমি নাই, সে অহেতুক নিজের জমি দাবী করে রাস্তার পাশে খাড়া করে পুকুর খনন করে, যাহাতে রাস্তা ভেঙ্গে যায়। তিনি আরও বলেন, জমির কাগজ পত্র তার কাছে আছে যদি দরকার হয় কাগজ দেখাতে পারবো। এ ব্যাপারে কেউ কথা বলতে গেলে তাদের বিভিন্ন হুমকী ও ষড়যন্ত্রমূলক মামলায় ঢুকিয়ে দেয় এবং মামলা দেয়ার ভয়ভীতি দেখায়।
উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি নিজে সরেজমিনে গিয়ে রাস্তা পরিদর্শন করে রাস্তা মেরামত করেন। সেই রাস্তায় কে বা কাহারা পুকুর খনন করেছেন সে ব্যাপাওে তিনি দেখবেন এবং সেই সাথে তিনি আইন-আনুক ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ এই রাস্তা ছাড়া ওখানের জনসাধারনের চলাচলের ভিন্নি কোন রাস্তা নাই।
Leave a Reply