এম.এস রিয়াদ, সিনিয়র রিপোর্টার : বরিশাল বিভাগের পরে এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে, এম, তারিকুল ইসলাম।
তিনি গত ৫ জুন বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন। বরগুনা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক তাঁর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে, এম, তারিকুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক হাতে তুলে দেন। এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের নভেম্বরে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে, এম তারিকুল ইসলাম।
ইতোমধ্যে পশুপ্রেমী হিসেবেও খ্যাতি অর্জন করেন এ অফিসার ইনচার্জ। তিনি করোনার ক্রান্তিলগ্নে শহরের অভুক্ত শতাধীক কুকুরকে খাবার খাইয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। শুধু পশুতেই নয়, তিনি অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন ইফতার সামগ্রী। রাতের আঁধারে শহরের অলিগলি ঘুরে শীতার্তদের শীত লাঘবে দিয়েছেন শীতবস্ত্র। ঘৃণা ও জঞ্জালকে মাড়িয়ে কুড়িয়েছেন ভালোবাসার এক নীল বাগান।
Leave a Reply