বামনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষানীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার কৃষি পুনর্বাসন গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন মুগডাল ও গ্রীষ্মকালীন মুগডাল বিতরণ করেন প্রধান অতিথি বরগুনা-২আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার এর সভাপতিত্ব বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়ন্তী এদবর, স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, বামনা সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ চৌধুরী কামরুজ্জামান সগির, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম সারওয়ার, ছাত্রলীগ সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়া গোলদার প্রমুখ।
Leave a Reply