সাইফুল ইসলাম জুলহাস (স্টাফ রিপোর্টার) : বরগুনা শহরের প্রাণকেন্দ্র আমতালা পাড় সড়কের বীর মুক্তিযুদ্ধা মোশারফ হোসেনের ছেলে মীর মোয়াজ্জেম হোসেন নিপুর মৃত্যুর খবর শুনে বরিশালের লঞ্চ গ্রীন লাইনে ঢাকা থেকে আসার পথে নিপুর মায়ের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম নেমে এসেছে।
জানা গেছে, শনিবার রাত পৌনে বারোটার দিকে মীর মোয়াজ্জেম হোসেন নিপুর শ্বাসকষ্ট দেখা দিলে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা । সেখান থেকে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ। সুবিদখালী নামক স্থানে পৌঁছালে সেখানে তার মৃত্যু হয়।
নিপুর মা ক্যান্সারের রোগী ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। ছেলের মৃত্যুর খবর শুনে রবিবার সকালে বরিশালের গ্রীন লাইন লঞ্চ যোগে বরগুনার উদ্দেশ্যে রওনা হলে সকাল নয়টার দিকে লঞ্চে বসে তার মৃত্যু হয়।
মোয়াজ্জেম হোসেন নিপু ও তার মায়ের জানাজা শেষে বরগুনা গণকবরে পাশাপাশি দুজনকে দাফন করা হয়েছে।
Leave a Reply