সাইফুল ইসলাম জুলহাস (স্টাফ রিপোর্টার) : বরগুনায় সামগ্রিক কৃষি তে নারীর সম্পূক্তকরনে বাধাসমূহ এবং করণীয় বিষয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় আরডিএফ টাওয়ারের হলরুমে নজরুল স্মৃতি সংসদের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নজরুল স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মাহবুবর রব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মামুনুর রশিদ, প্রাণীবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বরগুনা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বদরুল আলম ও পাথরঘাটা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিনসহ পাথরকাটা ও কলাপাড়ার কৃষক ও কৃষাণী গন।
এ সময় তারা বলেন, কৃষিতে নারীরা অনেক এগিয়ে আছে। কৃষিকাজ করে নারীরা সংসার চালাচ্ছে। কিন্তু সেই নারীরা সঠিক মূল্যায়ন পাচ্ছেনা। যাতে করে এই নারীরা সঠিক ভাবে মূল্যায়ন পায় সে বিষয়গুলো তুলে ধরেন তারা।
Leave a Reply