সাইফুল ইসলাম জুলহাস (স্টাফ রিপোর্টার) : বরগুনা সদর উপজেলার ৫নং আয়লাপাতাকাটা ইউনিয়নের, ৭নং ওয়ার্ডের, লাঙ্গলকাটাগ্রামে আদালতে মামলা-চলাকালীন বিচার বিভাগীয় চুরান্ত রায় কে অমান্য করে দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষে গুরুতর ১০ জন আহত হয়েছে। এর মধ্যে দুজন আশঙ্কাজনক থাকায় তাদেরকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতলে রেফার করেছে।
ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের মধ্য থেকে জানা যায়, নাঙ্গলকোটে গ্রামের স্বঘোষিত পিতা-পুত্র শমসের হাওলাদার, সেলিম, সিদ্দিক ও খোকন নিজের পৈত্রিক জমি দাবি করে গাছ লাগালে দ্বিতীয় পক্ষ কোর্টে মামলা চলাকালীন চূড়ান্ত রায়কে উপেক্ষা করে গাছ লাগালে মাহফুজা বেগম,, আঃ সোবহান, মোঃ জাফর, সাব্বির, সকিনা বেগম বাঁধা দিলে কথা কাটাকাটি হয় একপর্যায়ে দুপক্ষের তুমুল সংঘর্ষে ১০জন গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদেরকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে কহিনুর বেগমের মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
সেলিম বলেন, আমরা আমাদের জমিতে গাছ লাগাতে গেলে সোবাহান ও তার ভাই জাফর এবং তাদের সহযোগীদের নিয়ে আমাদের ওপর হামলা চালায় । ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করায় আমাদের গুরুতর জখম হয় আমরা এদের বিচার চাই।
সোবাহান বলেন, জমি নিয়ে মামলা চলছে আদালতে মামলা রায় হওয়ার আগেই , শামসের ও তার ছেলে সহ অনেকেই আমাদের বাড়ির সামনের দরজায় আটকিয়ে গাছ লাগাতে এলে আমরা বাধা দেই একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করে। এতে আমাদের অনেকেই গুরুতর আহত হয়।
বরগুনার সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply