এম.এস রিয়াদ : বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের উপর হামলার প্রতিবাদে জেলার সব সড়কে বাস চলাচল অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাস মালিক-শ্রমিকরা। শনিবার সকাল ১০টায় বরগুনা টাউন হল চত্বরে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করে তারা। সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। এ ধর্মঘটের কারণে বরগুনায় সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য যানবাহন যথারীতি চলছে। গত শুক্রবার দুপুরে কালিকাবাড়ী এলাকায় ইউপি চেয়ারম্যান ইমাম হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে বরগুনা জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন আছে। তাঁর দুই পা ও ডান হাত কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ধারালো অস্ত্রের কোপে হাড় কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে তাঁর বাঁম পা। ইউপি চেয়ারম্যানের স্বজনদের অভিযোগ, নির্বাচনী প্রতিহিংসায় পূর্বশত্র“তার জের ধরে এবং আসছে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইউছুপ শরীফের নেতৃত্বে তার ২ ছেলেসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্র নিয়ে এ হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে সকালে বরগুনা শহরে বিক্ষোভ মিছিল করেন পরিবহন মালিক-শ্রমিকরা। মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বক্তারা বলেন, যতদিনে আসামিদেরকে গ্রেপ্তার না করা হবে ততদিন এ আন্দোলন চলবে। জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসানের ওপর হামলার প্রতিবাদে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া গতকাল সন্ধায় জেলা যুবলীগের পক্ষ থেকেও একটি প্রতিবাদ মিছিল করা হয়। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন জানান, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
Leave a Reply