এম.এস রিয়াদ(সিনিয়র স্টাফ রিপোর্টার) : বরগুনার বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। সে এখন মৃত্যুর মুখোমুখি।
তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দার আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে কালিকাবাড়ি গ্রামে মটর সাইকেল যোগে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। এতে তার ডান হাত ও দুই পাসহ শরিরের বিভিন্ন স্থানে কোপের জখম রয়েছে। এসময় মটর সাইকেল ড্রাইভার ফারুক সাথে ছিলো।
নাম প্রকাশে অনেচ্ছুক একটি সূত্র বলছে বিগত নির্বাচনে তার প্রতিপক্ষ ইউসুফ শরীফ ও তার তিন ছেলে মিলে শিপনকে হত্যার উদ্দেশে কুপিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে বেতাগী থানা পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বরগুনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন তার অবস্থা এতটাই গুরুতর যে, ইতোমধ্যেই তাকে পাঁচ ব্যাগ রক্ত দেয়া হয়েছে এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply