দ্বীপাঞ্চল প্রতিবেদক : গত বছর ১৮ ই নভেম্বর রোজ বুধবার, একঝাঁক প্রতিভাবান ছাত্রদের নিয়ে বরগুনায় ইসলামী ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরগুনা জেলা শাখার সহ-সভাপতি জে এম ইমরান হোসেন মনির এই ব্লাড ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা ও আত্মপ্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, গত এক বছরে এই ব্লাড ফাউন্ডেশনটি প্রায় শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে মানব সেবায় স্বেচ্ছায় রক্ত প্রদান করে
,এই ব্লাড ফাউন্ডেশন এর দায়িত্বশীলবৃন্দ অক্লান্ত পরিশ্রম ও প্রচার প্রচারণার মাধ্যমে বিকশিত হয় সকলের হৃদয়ে বিপদ মুহূর্তে রক্ত সরবরাহ করে খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে, যাহা ইতিপূর্বে বরগুনাতে বিরল দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এমনটি মনোভাব দায়িত্বশীলদের মনে ফুটে উঠেছে, এবং রক্ত প্রদান করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করেছে,
খবর নিয়ে জানা গেছে অনেক ভুক্তভোগী পরিবার সঠিক সময়ে রক্ত পেয়ে উপকৃত হয়েছে এবং এ ব্লাড ফাউন্ডেশন তা পৌঁছে দিয়ে সত্যিই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জে এম ইমরান হোসেন মনির এবং স্বেচ্ছায় রক্ত প্রদানের জন্য সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন
Leave a Reply