স্টাফ রিপোর্টার : দেশব্যাপী সন্ত্রাস, ভোট ডাকাতি, গণ গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বরগুনায় পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা যুবদল। সকাল ১১ টায় বরগুনা জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ এতে বাঁধা প্রদান করেন। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক প্রতিবাদী সমাবেশ করেন তারা।
জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আহসান হাবিব স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, যুবনেতা ইমরান হোসেন তপু ও ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক এইচ এম আল-আমিন প্রমূখ। এ ছাড়াও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা
এসময় তারা বলেন, বর্তমান আওয়ামী সরকার ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছে। এছাড়াও বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই জালিম সরকার থেকে আমরা রক্ষা পেতে চাই।
Leave a Reply