মো. কাশেম হাওলাদার : বরিশালে মিথ্যা মামলায় তিন সাংবাদিক জামিন লাভ করেছেন। গতকাল বরিশাল বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের জামিন প্রদান করা হয়।জামিন প্রাপ্তরা হলেন, বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদ’র সদস্য ও দৈনিক সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার তানজিমুন রিশাদ, অনলাইন পোর্টাল বরিশাল দিগন্ত’র মুরাদ, ও অন্যএকজন। জানা যায়, গত রবিবার (১ নভেম্বর) নগরীর ১০ নং ওয়ার্ডস্থ কেডিসি কলোনিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন,বীজ বিপনন বরিশাল উপ-পরিচালক’র (বিএডিসি) কার্যালয়ে কর্মরত হিসাব সহকারী নাহিদ দীর্ঘদিন ধরে চাকুরীর পাশাপাশি সরকারী বীজ বিক্রির সাথে জড়িত। নাহিদের সাথে বিভিন্ন সময় ডিলারদের বিরোধ চলে আসছিল। এর-ই ধারাবাহিকতায় গত পহেলা নভেম্বর নাহিদকে ডিলাররা অবরুদ্ধ করে রাখলে তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনের বরিশাল প্রতিনিধি মোঃ শাহীন হাসান, স্থানীয় দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ইমরান হোসেন, স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এম. আর শুভ। কিন্ত ঘটনাস্থলে উল্লেখিত সাংবাদিকরা পৌছালে টের পেয়ে নাহিদের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা কৌশলে তিন সাংবাদিককে অবরুদ্ধ করে হামলা চালায়। এতে তিন সাংবাদিক গুরুত্বর আহত হলে স্থানীয় অন্যান্য সংবাদ কর্মীরা আহত ঐ তিন সাংবাদিককে উদ্ধারে ছুটে যান। কিন্ত নাটকীয় কৌশকে উদ্ধার করতে যাওয়া মুরাদ, ও রিশাদ সহ আরেকজন সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বিএডিসির বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ আব্দুর রব বাচ্চু। এর-ই ফলশ্রুতিতে গতকাল বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদ’র উদ্যেগে ও সহযোগীতায় জামিন লাভ করেন মিথ্যা মামলার শিকার উল্লেখিত তিন সাংবাদিক।
Leave a Reply