1. dipanchalbarguna@gmail.com : dipanchalAd :
আইপিএলে বাজি ধরে নিঃস্ব হচ্ছে অনেক ফ্যামিলি - dipanchalnews
রবিবার, ০৩ জুলাই ২০২২, ০২:৫১ অপরাহ্ন

আইপিএলে বাজি ধরে নিঃস্ব হচ্ছে অনেক ফ্যামিলি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪০৬ বার নিউজটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: খেলা শুরু হলেই ঝড় ওঠে দোকানের চায়ের কাপে । কত রকম গল্প আড্ডা হয়। টিভিতে খেলা দেখেও বিনোদনের বড় অনুষঙ্গ । কিন্তু সেখানে কি নিছক বিনোদন না, বিনোদনের আড়ালে চলে জুয়ার আড্ডা।

এখন চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) যে লীগেই থাকুক না কেন খেলা নিয়ে বাজি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে আনাচে-কানাচে । খেলার সময় চায়ের দোকানে গেলেই শোনা যায় টাকা ছাড়া যেন কোন কথাই হয় না তাদের মধ্যে।খেলাধুলার ভিতরে চলে ম্যাচ বাজি যার ভালো লাগে সেই বাজি লাগে । নষ্ট হচ্ছে হাজারো পরিবার কেউ দিচ্ছে নিজের জীবন।

সম্প্রতি বরিশালের বাকেরগঞ্জ বাজিতে হেরে আত্মহত্যা করে এক যুবক, হবিগঞ্জে এক জুয়েলারি ব্যবসায়ীর টাকা দিতে গিয়ে দোকান পাট বিক্রি করে গ্রাম ছেড়েছেন, এরকম অনেক ঘটনা ঘটেছে।

স্থানীয় সুশীল সমাজ বলেন, এ ধরনের জুয়া বন্ধ করাতে একমাত্র ফ্যামিলির উদ্যোগ ছাড়া সম্ভব নয়।

বরগুনা থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন,এ ধরনের অপরাধে কোন প্রমাণ থাকে না আর এটা এত বিস্তৃত যে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় পারিবারিক অনুশাসন শুধু জুয়া বন্ধ করতে পারে এই জুয়া ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুণ :

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর :
© All rights reserved © 2020 The Daily Dipanchal
Customized By BlogTheme