জুলহাস (স্টাফ রিপোর্টার) : বরগুনার সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামে হাঁসের মালিকানাকে কেন্দ্র করে গৃহবধূকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী ফোরকান।
জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর)বিকেলে হাঁসের খোঁজ করতে প্রতিবেশী ফোরকানের বাড়িতে গেলে গৃহবধূ লাভলী কে একা পেয়ে মারধর করে ফোরকানের স্ত্রী লাইলী (৩০)।একপর্যায়ে অভিযুক্ত ফর কান্দা নিয়ে লাভলীর মাথায় আঘাত করে এতে লাভলী গুরুতর আহত হয়। এলাকাবাসী এসে লাভলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
লাভলীর মা বলেন, একটি হাঁস নিয়ে আমার মেয়ে লাভলীর সাথে ফোরকানের স্ত্রী লাইলির সাথে একটু কথা কাটাকাটি হয় পরে । ফোরকানের ছেলে রাহাত (১৫) হাঁসের কাহিল মারায়ে আমার মেয়ে লাভলী ফোরকানের বাড়ি জিজ্ঞেস করতে গেলে ফোরকানের স্ত্রী আমার মেয়েকে মারধর করে। পরে ফোরকান এসে আমার মেয়েকে দা দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা খবর পেয়ে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেব।
Leave a Reply