মো: সাগর আকন, বরগুনা: ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরগুনার বেতাগী উপজেলার আলেম-ওলামাসহ সর্বস্তরের জনতা।
শনিবার (৩১ অক্টোবর) সকল ১০ ঘটিকায় তৌহিদী জনতার ব্যানারে ও স্থানীয় আলেম-ওলামা ও সর্বস্তরের জনতার অংশগ্রহনে এ কর্মসূচি পালিত হয়।
বেতাগী উপজেলা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়াতুল হিযবুল্লাহের সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বেতাগী সালেহিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মোতালেব, প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, উপজেলা জমিয়াতুল হিযবুল্লাহের সম্পাদক মাওলানা আব্দুস সালাম, দেশান্তরকাঠী মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম জেহাদী, বিবিচিনি স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা আবু হানিফ, ভোলানাথপুর দারুল-উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা এনায়েতুল্লাহ, ইসলামী যুব আন্দেলনের উপজেলা সহ-সভাপতি রেজাউল করিম আকন ও ইশা ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি এইচএম শহীদুল্লাহ কাওসার।
শেষে দোয়া মোনাজাতে আল্লাহর কাছে ইসলামী বিরুদ্ধাচারণকারীদের হেদায়েত কামনা করা হয়।
Leave a Reply