মো: সাগর আকন, বরগুনা: র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা এর যৌথ উদ্যোগে অদ্য আজ আনুমানিক ১২:৪৫ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী থানার সদর রোড আমতলী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় ফার্মসীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখা, দোকান মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা এবং হোটলর ভিতর অপরিষ্কার থাকার অপরাধে, ১। মাঃ মাহবুব ইসলাম (৩০), পিতা-আঃ রাজ্জাক, সাং-আমতলী বাজার, থানা-আমতলী, জলা-বরগুনাক ৫,০০০/- টাকা, ২। মো: জালাল আকন(৪৯), পিতা-মৃত আতাহার আলী, সাং-সদর রোড আমতলী বাজার, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ১০,০০০/- টাকা, ৩। আবু ইউসুফ(৪০), পিতা-আউয়ুব আলী সিকদার, সাং-সদর রোড আমতলী বাজার, থানা-আমতলী, জেলা-বরগুনাক ৫০০০/- টাকা, এবং ৪। মাঃ মনোয়ার মৃধা (৪২), পিতা-মৃত মিরাজ মধা, সাং-সদর রোড আমতলী বাজার, থানা-আমতলী, জেলা-বরগুনাক ৩,০০০/- টাকা সহ সর্বমোট ২৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম, জাতীয় ভাক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৪৩/৫১ ধারা মোতাবক অর্থদন্ড প্রদান করেন।
Leave a Reply