জুলহাস (স্টাফ রিপোর্টার): বরগুনা সদর উপজেলার ৪নং ইউনিয়নের লতাবাড়িয়া থেকে খানবাড়ি রাস্তাটি দীর্ঘদিন কাঁচা থাকায় বর্ষার দিনে পড়তে হয় দুর্ভোগে।এই গ্রামের একটি মাত্র চলাচলের রাস্তা এটি দিয়ে অসুস্থ হলে হাসপাতালে নিতে হয়। শিক্ষার্থীরা স্কুলে যায়। বৃষ্টির দিনে বাচ্চাদের স্কুলে যেতে খুবই কষ্ট হয় ।
স্কুল ড্রেস পড়ে যেতে পারে না স্কুলে। অসুস্থ রোগীকে নিয়ে যেতে পারে না হাসপাতলে।
খুব দ্রুত এ রাস্তার সংস্কার দরকার। অন্যথায় হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানালেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বরগুনা সদর উপজেলার ৪নং কেওরাবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তাটির এমন অবস্থা এটি দিয়ে চলাচলের কোন ব্যবস্থা নেই ।
তরুণ সমাজসেবক সবুর খান বলেন,বরগুনা সদর উপজেলাধীন-৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের এই রাস্তার আশপাশে বসবাসরত প্রায় ১২০০ শ্রমিক, ছাত্রছাত্রী,
বয়বৃদ্ধ পুরুষ মহিলাদের অপরাধ কি ? আজ প্রায় ৫০ বছরেও কোন স্কীম নেই! বাজেট নেই!
যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই অবহেলিত মানুষদের কথা চিন্তা করে খুব দ্রুত এই রাস্তাটি সংস্কার করে।
ইউপি সদস্য মন্নাব খান বলেন,আমি মেম্বার নির্বাচিত হবার পরে ৪০ দিনের কর্মসূচির কাজ করিয়েছে. ভবিষ্যতে কোনো কাজ আসলে করানো হবে বলে জানান তিনি তিনি আরও জানান মাটির রাস্তায় তো কাদা হবেই তাতে আমার কি করার আছে।
৪নং কেওরাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মাতুব্বর বলেন,আমি নির্বাচিত হবার পরে ৪০ দিনের কর্মসূচির কাজ দিয়েছে এবং ওই রাস্তায় দুইটি কালভার্ট দিয়েছি এবং কার্পেটিং এর স্ক্রিম দেয়া আছে আশা করি খুব শীঘ্রই পাস হবে
Leave a Reply