জুলহাস (স্টাফ রিপোর্টার) : বরগুনা সদর উপজেলা ৬ নম্বর ইউনিয়নএর কামরাবাদ এ দুলাল ও তার ছেলে ইব্রাহিম এবং তার স্ত্রী মাজেদাকে ঘরে ঢুকে পিটিয়ে আহত করেছেন একই গ্রামের আমিন উদ্দিন ফকির ও তার ছেলে ফারুক জসিম ও বশির।
মঙ্গলবার রাত আটটার দিকে দুলাল পাওনা টাকা চাইতে গেলে আমিনুদ্দিন ফকিরের নেতৃত্বে আমিনের ছেলে ফারুক জসিম ও বশির পাওনাদার দুলালের বাসায় গিয়ে তার ছেলে ইব্রাহিম ও তার স্ত্রী মাজেদাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দুলালের ছেলে ইব্রাহিম গুরুতর আহত থাকার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে কার্যকর করা হবে।
Leave a Reply