এম.এস রিয়াদ, সিনিয়র স্টাফ রিপোর্টার : বরগুনায় প্রায় ২২ লাখ টাকার সার বোঝাই এমভি পানামা-২ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
গতকাল রোববার বরগুনার বামনা উপজেলার রামনা লঞ্চঘাট সংলগ্ন বিশখালী নদীতে ভোর সাড়ে ৫ টার দিকে এ সার বোঝাই জাহাজ ডুবির ঘটনা ঘটে।
জানাগেছে, গত শনিবার (৫সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বরিশাল বাফার গোডাউন থেকে ২ হাজার ৬শ’ ৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে কার্গো এমভি পানামা-২ বরগুনার উদ্দ্যোশে রওয়ানা হয়। পথিমধ্যে রামনা লঞ্চঘাট সংলগ্ন বিশখালী নদীতে ডুবো চরে ধাক্কা লেগে জাহাজটি কাত হয়ে পানি ঢোকে। এতে জাহাজটি আস্তে আস্তে পানির নীচে তলিয়ে যায়। এ সময় ডুবে যাওয়া জাহাজ থেকে ৬৯ বস্তা সার উদ্ধার করতে সক্ষম হয় শ্রমিকরা। তাৎক্ষনিক খবর পেয়ে বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তাসহ ৪ সদস্যের টিম ঘটনা স্থলে পরিদর্শনে যায়।
কার্গো এমভি পানামা-২ জাহাজের মালিক শুক্কুর মিয়া জানান, ডুবো চরে ধাক্কা লেগে জাহাজটি কাত হয়ে পানি ঢোকে ডুবে যায়। এ ঘটনায় আমি বামনা থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
অপরদিকে বরগুনা জেলা সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক সাম্য দাস জানান, আমরা জানতে পেরেছি আমাদের সার ব্যবসায়ী প্রিমা এর মালিক নজরুল ইসলামের ১২শ’ ২০ বস্তা , ভাই ভাই ট্রেডার্সের মালিক আবুল কালাম এর ১২শ’ ২০ বস্তা , এবং ফারহান এন্টারপ্রাইজ এর ২শ’ বস্তা সারসহ একটি জাহাজ রামনা লঞ্চ ঘাটে ডুবে গেছে।
এ ব্যাপারে বরগুনা সদর উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, আমরা ঘটনা স্থল পরিদর্শণ করে দেখেছি। এটা আসলে জাহাজের শ্রমিকদের অনিচ্ছাকৃত ভুলের কারণে দূর্ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন ,সার সংকট নিরসনের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অতিরিক্ত বরাদ্দের আবেদন করব।
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল ওদুদ খান বলেন,আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে এ ব্যাপারে আলাপ করেছি। রির্পোট পেলে মন্ত্রণালয়ে পাঠাবো । তারা ব্যবস্থা নেবেন।
Leave a Reply