মোঃ জাকির হোসাইন, বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের শ্রমিক লীগের আহবায়ক ও দক্ষিণ রামনা গ্রামের মোঃ জলিল জোমাদ্দারের পুত্র মোঃ রাজু জোমাদ্দার (২৫) আজ রবিবার (৩০ আগষ্ট) সকাল ৮ টায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়।
জানাজায় রাজু গ্রামীন ফোনে চাকরি করে। অফিসে যাওয়ার জন্য সকালে গোছল করার উদ্দেশ্যে পানি উঠানোর জন্য মটারের লাইন দিতে গেলে মটারের লাইনের সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে।রাজু গত শনিবার রামনা বৈকালীন বাজারে রাত ১০ টা পর্যন্ত দলীয় কার্যক্রমে ছিল। নেতা কর্মীদের নিজের পকেটের অর্থ দিয়ে চা পান করিয়াছেন বলে জানা যায়।
Leave a Reply