মো:জসীম উদ্দীন হাওলাদার, বরগুনা : বরগুনা জেলার বামনা উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় তালেশ্বর জালাল সচিব এর বাড়ি থেকে ৮নং ওয়ার্ড কালাইয়া বিশ্বরোড পর্যন্ত প্রায় ৪ কি.মি. কাচা রাস্তা এলাকার লোকজন চলাচলের একেবারে অনুপযোগী। এ রাস্তা দিয়ে স্কুল,কলেজ এবং মাদ্রাসার ছাত্রছাত্রী ও এলাকার মসজিদের মুসল্লিসহ প্রতিদিন প্রায় শত শত মানুষ উপজেলা সদরে যাতায়াত করে।এছাড়া এ রাস্তাটি বিশ্বরোডের সাথে সংযুক্ত বিধায় ঢাকা,চট্টগ্রাম, বরিশাল,খুলনা ও মঠবাড়িয়ার লোকজন যাতায়াত করে এই কাচা মাটির রাস্তা দিয়ে।বর্ষার মৌসুমে রাস্তাটি অনেক জায়গা দিয়ে পানির নিচে তলিয়ে যায়।তখন রাস্তাটি মানুষের চলাচলের একদম অনুপযোগী হয়ে যায়।তাই কর্তৃপক্ষের নিকট এ রাস্তাটি সংস্কার করে অত্র এলাকার মানুষের নিত্য দিনের কষ্ট লাঘবের জন্য জোড় দাবি জানাচ্ছি।
Leave a Reply