মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খেতাছিড়া গ্রামের মৃত আব্দুল করিম চাপরাশির ছেলে হাবিবুর রহমান চাপরাশি গংদের সাথে জমি নিয়ে একই গ্রামের হাচেন আলীর ছেলে সালাম হাওলাদার গংদের বিরোধ চলে আসছিল।
এ নিয়ে একাধিক সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিস বৈঠকে যখনই রায় বিপক্ষে যাবে তখনই সালাম গংরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও বিদ্যমান রয়েছে। কিন্তু হাবিবুর রহমান গংদের ভোগদখলীয় জমি সালাম গংরা জোরপূর্বক দখলের পায়তারা চালায়। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গত মঙ্গলবার রাতে সালাম গংরা নিজেরা একটি হামলার সাজানো ঘটনা তৈরি করে। রাতের আঁধারে সালাম গংদের পক্ষের রাজা মিয়াকে আহত সাজিয়ে হাসপাতালে ভর্তি করে।
বিষয়টি জানতে পেরে সাংবাদিকরা সরোজমিনে ঘটনাস্থলে গেলে অর্ধশত এলাকাবাসী জানান, রাতের আঁধারে হামলার ঘটনা রহস্যজনক। হামলার ঘটনা বাস্তবে কেউ দেখিনি। সাপলেজা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন ও চৌকিদার হারুন অর রশিদ জানান, ওই রাতে হামলার কোন ঘটনা আমাদের জানা নেই। জমি নিয়ে বিরোধে বিষয়টি সাজানো বলে মনে হচ্ছে।
Leave a Reply