মোঃ জাকির হোসাইন,বামনা(বরগুনা)উপজেলা সংবাদদাতাঃ
জামিনে মুক্তি পেলেন কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগি ও ষ্টামফোর্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত। আজ সোমাবার সকালে কক্সবাজার আদালতে জামীন পান তিনি। একই সংগে পুলিশের করা দুইটি মামলার তদন্তভার র্যাবের হাতে হস্তারন্তর করেছেন আদালত। গত ৩১শে জুলাই রাতে মেজর অবঃ সিনহা মোহাম্মদ রাশেদ ও সাহেদুল ইসলাম সিফাত টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিলেন তখন বাহাড়ছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশির চৌকিতে পুলিশের গুলিতের নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনা স্থল থেকে গ্রেফতার করা হয় সিফাতকে। পরে সিফাতকে অ¯্র ও মাদক আইনে মামলা দিয়ে কারাগরে প্রেরণ করনে। এদিকে সিফাতের জন্মভুমি বরগুনার বামনায় জামিনের খবর পৌছলে তার সহপাঠী ও পরিবারের লেকজনের মধ্যে আনন্দের বন্যা বইছে। পরিবারের দাবি জামিন নয় মামলা থেকে ও তাকে অব্যহতি দিতে হবে।
Leave a Reply