নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার বেতাগীর জনপদ থেকে ‘পাক্ষিক লোকালয়” নামে একটি পত্রিকা আত্ম প্রকাশ করেছে। যার সম্পাদক হলেন কালের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি , বরিশালের অনলাইন পোর্টাল বিডি ক্রাইমের সিনিয়র রিপোর্টার এবং বরগুনা থেকে প্রকাশিত দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকা ও অনলাইন পোর্টালের সিনিয়র রিপোর্টার স্বপন কুমার ঢালী। গত ৩১ জুলাই ২০২০ খ্রিঃ তারিখ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রথম সংখ্যার আত্মপ্রকাশ পেয়েছে। প্রথম সংখ্যাই এখানকার সকল শ্রেণির পাঠকের স্থান দখল করে নিয়েছে। সকল শ্রেণির পাঠক আগ্রহ সহকারে এটা গ্রহণ করছেন।
এ বিষয় সম্পাদক স্বপন কুমার ঢালী বলেন,’ উপকূলীয় জনপদ বেতাগী থেকে তৃণমূল পর্যায়ের সকল শ্রেণির পাঠকের কথা নিয়ে এ পত্রিকার আত্মপ্রকাশ। সকলের সহযোগিতা, আন্তরিক পরামর্শ ও বিজ্ঞাপন দিয়ে অর্থনৈতিকভাবে সহযোগিতা করলে বর্ধিত কলেবরে নিয়মিত প্রকাশ করতে পারবে বলে মত প্রকাশ করেছে।’
এ বিষয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান বলেন,’ পাক্ষিক লোকালয় পত্রিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানাই।’
পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন,’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বেতাগী থেকে পাক্ষিক লোকালয় নামে পত্রিকা প্রকাশের আগ্রহকে অভিনন্দন জানাচ্ছি।’
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ পাক্ষিক লোকালয় সকল শ্রেণির পাঠকের কথা প্রকাশ করায়, সকলের কাছে গ্রহণযোগ্য হবে।’
Leave a Reply