এম.এস রিয়াদ: ইদ মানে খুশি, ইদ মানে আনন্দ। যে খুশিতে থাকেনা ধনি গরিবের পার্থক্য। থাকেনা অহংকারের কোন চিটেফোটা। বছরে মুসলিম উম্মাহর মাঝে ইদ-উল ফিতর ও ইদ-উল আয্হা এই দুইটি দিন হয়ে ওঠে মহিমান্বিত এক পরমপরায়।
ইদকে উদযাপন করতে সকল মুসলিমদের মাঝেই থাকে বাহারী উৎসাহ ও উদ্দীপনা। কিন্তু এ বছরের শুরু থেকে করোনা নামক মহামারির কারণে ঘরবন্দী হয়ে রয়েছে গোটা বিশ্ব। তবুও স্বাস্থ্যবিধিকে মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতি বছরের দুইটি ইদই উদযাপন করা হয়েছে সুবিশাল খুশি ও স্বল্প আয়োজনের মধ্য দিয়ে।
ইদ-উল আযহা মানে অহংকারকে ধ্বংশ করে মহান আল্লাহকে খুশি করতে কোরবানী করা। যা গরীব ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয়াই হল এই দিনটির লক্ষ্য।
করোনার শুরু থেকেই বাংলাদেশ নৌবাহিনী বরগুনা জেলায় অবস্থান করছেন। করছেন সাধারণ মানুষকে সহযোগিতা। ছড়িয়ে দিচ্ছেন করোনাকালীন স্বাস্থ্য বার্তা। তাই বরগুনা জেলার তালতলী ব্যাতিত অন্য পাঁচ উপজেলার পথ শিশু, গরীব ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব অর্থায়নে কোরবানীর মাংস বিলিয়েছেন। এতে যেমন খুশি হয়ে গ্রহন করেছেন ওই সকল মানুষগুলো। তেমনি খুশি হয়েছেন বরগুনাবাসী।
Leave a Reply