মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মঠবাড়িয়ায় একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, আয়নাল হক, তার স্ত্রী খুকমনি ও তিন বছর বয়সী মেয়ে আসফিয়া। ওই দম্পতির মরদেহ হাতবাঁধা ও ঝুলন্ত অবস্থায় ছিলো।
নিহতরা উপজেলার ধানীসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ধানীসাফা গ্রামের ভাঙ্গাপোল নামক স্থানের বাসিন্দা। নিহত আয়নাল হক (৩৫) একজন অটোচালক।
পুলিশের ধারনা বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিঁধ কেটে ভিতরে ঢুকে পরিকল্পিতভাবে তাদের নৃসংশভাবে খুন করে পালিয়ে যায়। শুক্রবার দুপুরে মঠবাড়িয়া থানা পুলিশ আয়নাল হকের নিজ গৃহের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় সন্দেহজনক ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
Leave a Reply